ঢাকা

করোনা ভাইরাসের সংক্রমণ শীতে বাড়তে পারে

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

মোঃ শিপু মিয়া, বিশেষ প্রতিনিধি: 

করোনা নামক ভাইরাস সারা পৃথিবীকে তমকে দিয়েছে, বাংলাদেশে ও এরই মধ্যে সংক্রমনের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে আজ বাংলাদেশেকরোনায় মৃত্যু ৩০ নতুন সনাক্ত ২৩৬৪ জন এভাবে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়বে সরকার দেশের মানুষকে সচেতন হওয়ার জন্য সতর্ক করে আসছে তাই শীতে জনসাধারণকে নিজেদের সুরক্ষা নিজেরা নিবেন সকল মানুষ সামাজিক নিরাপত্তা বজায় রাখবেন ও মাস্ক পরিধান করবেন, নাহলে দেশে করোনার হার শীতে আরও বাড়তে পারে আপনি নিজে সচেতন হোন অন্য কে সুরভিত রাখুন, তাহলে আমরা করোনা মুক্ত দেশ পাব।নও মাস্ক নও সার্ভিস।

Tags: