নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম। তিনি ধোবাউড়া উপজেলার বাকপাড়া গ্রামের বাসিন্দা এবং স্বতন্ত্র প্রার্থী সালমান উমর রুবেলের সমর্থক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে এরশাদ বাজার এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধনকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে নজরুল ইসলামকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরপরই ধোবাউড়া বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী সালমান উমর রুবেলের সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ চলাকালে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং পরবর্তী অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
