ঢাকা

আজমিরীগঞ্জে সিএনজি পরিবহন সংকট নিরসনে সমঝোতা, জনদুর্ভোগের অবসান

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান সিএনজি পরিবহন সংক্রান্ত বিরোধ ও অচলাবস্থার অবসান ঘটেছে। সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত উদ্যোগে সংকট নিরসনে সমঝোতায় পৌঁছানোয় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মধ্যে।

উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম  ও আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো : আকবর হোসেনের উদ্যোগে এবং আজমিরীগঞ্জ উপজেলার বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় অনুষ্ঠিত এক বৈঠকে সিএনজি মালিক ও শ্রমিকরা অংশগ্রহণ করেন। বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শোনা হয় এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে সিএনজি পরিবহন কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে এবং যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে অতীতের সকল বিরোধ, ভুল বোঝাবুঝি ও অভিযোগ পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা।

সংশ্লিষ্টরা জানান, এই সমঝোতার ফলে আজমিরীগঞ্জের সিএনজি পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে এবং জনদুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমবে। স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে নাগরিক সমস্যা সমাধানে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

উল্লেখ্য, সিএনজি স্ট্যান্ডকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্বের কারণে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছিল। বর্তমান সমঝোতায় সেই সংকট নিরসনের পথ তৈরি হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

Tags: