এম. মুজিবুর রহমান | নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ বিজয়ের মাস উপলক্ষ্যে বাংলাদেশ গ্রন্থাগার সংহতি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘পাঠকের হৃদয়ে মুক্তিযুদ্ধ’ শিরোনামে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থপাঠ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এই গ্রন্থপাঠের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে বিভিন্ন লেখকের লেখা মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ থেকে পাঠ করা হয়। এতে উপস্থিত ছিলেন- গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি রত্নদীপ দাস রাজু, পরিচালনা পর্ষদের সদস্য রত্নেশ্বর দাস রামু, পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতন, সহ-সভাপতি সাগর দাশ, ক্রীড়া ফোরামের সহ-সভাপতি জনি দাশ, পাঠক ফোরামের নারী বিষয়ক সম্পাদক ঝুমা রাণী দাশ, সদস্য- সীমা রাণী দাশ, রাসেল মিয়া, হৃদয় দাশ, সাবিনা বেগম, বর্ণা দাশ তমা দাশ, সৃষ্টি রাণী দাশ, নন্দিতা দাশ, পল্লভী রাণী দাশ, অনামিকা দাশ, অলি রাণী দাশ, কুন্তল দাশ প্রমুখ।
- আন্তর্জাতিক 3
- চট্রগ্রাম 18
- চাকুরী 1
- জাতীয় 10
- ঢাকা 6
- নবীগঞ্জ 7
- প্রতিবেদন 1
- ফুটবল 2
- ভিডিও 10
- লাইফস্টাইল 1
- সারাদেশ 43
