প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সামসুল হুদা ফয়সাল, এ.বি.সি. হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার শেখ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার হাসিবুর রহমান, আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি শরিফ উদ্দিন পেশোয়ার, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক আফলাক আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন এনজিও কর্মকর্তা-কর্মচারী, নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং জনপ্রতিনিধিরা।
সভায় ইউএনও এস. এম. রেজাউল করিম বলেন, “আজমিরীগঞ্জকে একটি সুশাসিত, আধুনিক ও নাগরিকবান্ধব উপজেলায় গড়ে তুলতে সবার ঐক্য, সহযোগিতা এবং আন্তরিকতা প্রয়োজন। উন্নয়ন একার পক্ষে সম্ভব নয়—প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের এগিয়ে নেবে।”
তিনি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও দুর্নীতি প্রতিরোধসহ বিভিন্ন খাত নিয়ে তাঁর অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা তুলে ধরেন। সরকারি সেবায় ডিজিটাল ব্যবস্থার বিস্তার, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিতে কার্যকর উদ্যোগ এবং সকল দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সভা শেষে ইউএনও রেজাউল করিম আজমিরীগঞ্জের উন্নয়নযাত্রায় সবাইকে “একসাথে পথ চলার” আহ্বান জানান এবং উপজেলার মানুষের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
