ঢাকা

আজমিরীগঞ্জে ইসলামিয়া এতিমখানা মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

মিজানুর রহমান মাসুদ | আজমিরীগঞ্জ থেকে : শীতার্ত অসহায় ও এতিম বাচ্চাদের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের ইসলামিয়া এতিমখানা মাদ্রাসায় কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলবেলা  কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম।

এ সময় ইউএনও এস এম রেজাউল করিম বলেন, শীত মৌসুমে সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার সবসময় মানবিক কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে এতিম শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং এ মানবিক উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

Tags: