মিজানুর রহমান মাসুদ | প্রতিনিধি : হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় হবিগঞ্জ–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু মনসুর সাখাওয়াত হাসান (ডা. জীবন)-এর মনোনয়নপত্রের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিমের কাছে জমা দেওয়া হয়েছে।
মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গোলাম কবির, অ্যাডভোকেট এনাম এবং প্রার্থী ডা. জীবন। এ উপলক্ষে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। মনোনয়নপত্রের অনুলিপি জমাদানকে কেন্দ্র করে আজমিরীগঞ্জ উপজেলায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও তৎপরতা লক্ষ্য করা গেছে
