আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : আর মাত্র দেড়মাস বাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, তাই প্রস্তুতিমুলক ব্যাস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। সেই ধারাবাহিকতায় আজমিরীগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এস. এম রেজাউল করিম ব্যাস্ত সময় কাটাচ্ছেন নির্বাচনী প্রস্তুতি ও বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে।
২৪ ডিসেম্বর বুধবার উপজেলার আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন, শিবপাশা ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন এস.এম রেজাউল করিম, এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রিপন হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রমূখ।
এ বিষয়ে কথা হলে এস.এম রেজাউল করিম জানান, আমরা আজকেও কিছু সংখ্যক কেন্দ্র পরিদর্শন করেছি, কেন্দ্রগুলোর মধ্যে যেগুলোতে সংস্কার প্রয়োজন, তা দ্রুত সময়ের মধ্যে করা হবে।
