কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এস এম রেজাউল করিম মহোদয়। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের পাশাপাশি ব্যতিক্রমী মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এতিমখানায় এতিম শিশুদের জন্য উন্নত ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
এছাড়াও মহান বিজয় দিবসকে ঘিরে উপজেলা পর্যায়ে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
অনুষ্ঠানে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আকবর হোসেন উপস্থিত থেকে কর্মসূচিগুলো পর্যবেক্ষণ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার কথা তুলে ধরেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম মহোদয় বলেন,
“মহান মুক্তিযুদ্ধের চেতনাকে শুধু স্মরণ করলেই চলবে না, মানবিক কাজ ও সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে তা বাস্তবায়ন করতে হবে।”
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
