৯ নভেম্বর রবিবার বিকাল ৪টায় এলাকাবাসীর আয়োজনে উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধনে সহস্রাধিক লোকজন অংশ গ্রহন করেন৷ এতে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ ছানু মিয়া৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাফিজ জালাল উদ্দিন, মোঃ ধন মিয়া,হযরত শাহজালাল হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা পুর্ব দেবপাড়া, হাফিজ গোলাম কিবরিয়া (নাজিম) জামেয়া আমির আলী মাদ্রাসা মাদানি নগর পুর্ব দেবপাড়া, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বি নুরুল ইসলাম, আমির হুসেন,মিয়াদন মিয়া, সাইফুর রহমান,আব্দুল কাইয়ুম,কাচা মিয়া, সোহানুর রহমান সাহান, সাজান মুন্সী প্রমূখ৷ এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সকল শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সচেতন মহলের লোকজন৷
আন্দোলনকারী নেতৃবৃন্দ বলেন, তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইহাতে কোনো প্রকার ছাড় না দিয়ে মাদক কারবারিদের শেকড় থেকে উৎখাত করতে হবে। আসুন আজ থেকে আমরা শপথ নেই, মাদক ইস্যুতে কাউকে ছাড় নয়। মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয় দাতা ওরা দেশ ও জাতির শত্রু৷ এ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়৷ তাই আজকের পর থেকে পূর্ব দেবপাড়া এলাকায় কোনো প্রকার মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের স্থান নেই৷
যেখানেই মাদক পাওয়া যাবে সেখানেই উৎখাত ও নির্মূল করা হবে বলেও হুশিয়ারী প্রদান করেন আন্দোলনকারীরা৷
