নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনার ঘটনায় পুলিশ ওই ট্রাক চালক আব্দুর জাহেরকে (৪০) আটক করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের চিশতিয়া দরবার শরীফের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে সিএনজি চাপা পড়ে। নিহতরা হলেন কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের অটোরিকশা চালক খোরশেদ আলম খোকন, নোয়াখালী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তানিম হাসান, ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম, জান্নাত ও মো. সুমন।
জানা যায়, জেলা শহর মাইজদী থেকে ৫জন যাত্রী নিয়ে সিএনজি বসুরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথে সিএনজির সামনের এক্সেল ভেঙ্গে সিএনজি নিয়ন্ত্রণ হারায় এবং উল্টো দিকের ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রাকের চাপায় সিএনজি অন্তত ২০০ মিটার হেঁচড়ে নেয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চারজন নিহত হন, দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, ট্রাক চালককে আটক করার চেষ্টা চলছে। চারটি মরদেহ থানায় রাখা হয়েছে এবং দুইজনের মরদেহ হাসপাতালের কাছে। ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা দুর্ঘটনাস্থল ঘিরে ভীড় করেন এবং ট্রাক ও সিএনজি উভয় যানবাহনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।
