ঢাকা

আজমিরীগঞ্জে ভূমি সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

আজমিরীগঞ্জে প্রথম বারের মতো  শুভ উদ্ভোদন হলো ভুমি সেবা সহায়তা কেন্দ্র, নির্ধারিত ফী এর বিনিময়ে ভুমির সব ধরনের সেবা প্রদানের লক্ষ্যে, উক্ত ভূমি সেবা সহায়তা কেন্দ্র  উদ্ভোদন করা হয়।


‎রোববার সকাল ১১ টায় আজমিরীগঞ্জ ভুইয়া মার্কেট আইটি সেন্টার নামক প্রতিষ্ঠানে ফিতা কেটে কেন্দ্রের শুভ উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার।


‎উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার আন্তরিকতার সাথে  ভুমি সেবা প্রদানের দিক নির্দেশনা দেন।



‎আইটি সেন্টারের প্রোপাইটার মোঃ কফিল উদ্দিন সহজ ও নির্ভুল ভাবে সকল ধরনের  ভুমি সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন।

Tags: