পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার এস,আই আরাফাত হোসেন একদল পুলিশ নিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে গেলে পরে পুলিশ বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হলে সোমবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নবীগঞ্জ থানার ওসি শেখ মোঃ কামরুজ্জামান জানিয়েছেন৷
এ বিষয়ে আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনের কর্তব্যরত মোঃ সোয়েব আহমেদ জানান, ঘটনার উল্লেখিত সময়ে চোরাইকৃত সিএনজি অটোরিকশায় চোরেরা গ্যাসভরে তাঁদের বিল পরিশোধ না করে নানা টালবাহানা শুরু করে, একপর্যায়ে এই ৪ যুবকদের আচরণ সন্দেহজনক হলে লক্ষ্য করে দেখা যায় সিএনজি গাড়ীটির নাম্বার প্লেটে ঘষামাজা করে গাড়ীর নাম্বার মেটানো৷ পরে তাদেরকে স্থানীয় জনতা আটক করলে তাহারা গাড়ীটি চুরি করে এনেছে বলে স্বীকার করলে পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে চোরদের থানায় নিয়ে যায়৷
