ঢাকা

আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনে চোরাই সিএনজি সহ ৪ আন্ত:জেলা চোর আটক৷

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

নবীগঞ্জ (হবিগঞ্জ)  প্রতিনিধি | হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ও ঢাকা সিলেট মহাসড়কের  আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনে গত রবিবার দিবাগত গভীর রাত অনুমান দেড়টায় চোরাইকৃত সিএনজি অটোরিকশায় গ্যাস ভরতে এসে স্থানীয় জনতার হাতে আটক হলেন আন্ত:জেলা সিএনজি চোরাই চক্রের ৪ সদস্য৷ আটকৃতরা হচ্ছেন, ফরহাদ মিয়া (১৯),পিতা আব্দুল মোতালিব, সাং ভোলা গঞ্জ, কোম্পানিগঞ্জ, আতিকুর রহমান(২৬) পিতা, হাবিবুর রহমান, সাং, কুরনসগ্রাম, কোম্পানি গঞ্জ, তোফায়েল আহমেদ(১৮)পিতা:আব্দুল করিম, সাং কুরনাসমগ্রাম থানা, কোম্পানি গঞ্জ, সোহেল আহমদ (৩৭) পিতা বাদা মিয়া, থানা: সদর সর্ব জেলা সিলেট৷ 


পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার এস,আই আরাফাত হোসেন একদল পুলিশ নিয়ে তাদেরকে  আটক করে থানায় নিয়ে গেলে পরে পুলিশ বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হলে সোমবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নবীগঞ্জ থানার ওসি শেখ মোঃ কামরুজ্জামান জানিয়েছেন৷ 

এ বিষয়ে আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনের কর্তব্যরত মোঃ সোয়েব আহমেদ জানান,  ঘটনার উল্লেখিত সময়ে চোরাইকৃত সিএনজি অটোরিকশায় চোরেরা গ্যাসভরে তাঁদের বিল পরিশোধ না করে নানা টালবাহানা শুরু করে, একপর্যায়ে এই ৪ যুবকদের আচরণ সন্দেহজনক হলে লক্ষ্য করে দেখা যায় সিএনজি গাড়ীটির নাম্বার প্লেটে ঘষামাজা করে গাড়ীর নাম্বার মেটানো৷ পরে তাদেরকে স্থানীয় জনতা আটক করলে তাহারা গাড়ীটি চুরি করে এনেছে বলে স্বীকার করলে পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে চোরদের থানায় নিয়ে যায়৷

Tags: