ঢাকা

নবীগঞ্জের দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চারা গাছ বিতরণ

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

মজিবুর রহমান | নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্য প্রায় দেড় শতাধিক ফলজ চারা গাছ বিতরণ করা হয়েছে৷ 

গাছ লাগান, অন্যকে লাগাতে উৎসাহিত করুন, পরিবেশ বাঁচান সবুজ বাংলা গড়ে তুলুন, এই স্লোগানকে সামনে রেখে,  ২৪ নভেম্বর  সোমবার দুপুর ১২ টায়  নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের, দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মনো মুগ্ধকর পরিবেশে, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ করেছে ইন্সপায়ার ফাউন্ডেশন নবীগঞ্জ নামের সামাজিক সংগঠন । 

যুক্তরাজ্য  প্রবাসী মানবতার ফেরিওয়ালা ও ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মতিন এঁর অর্থায়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন, অত্র গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক ও গীতিকার মো :মুজিবুর রহমান।  সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষিকা  তবারুক বেগম, সহকারি শিক্ষক আজাদুর রহমান ও মাহমুদা খাতুন৷


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক মেম্বার জনাব তরাজ মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বুলবুল আহমেদ, পরিচালক ইন্সপায়ার ফাউন্ডেশন নবীগঞ্জ  বাংলাদেশ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী মোঃ  মুজিবুর রহমান ভূঁইয়া,সাংবাদিক জুয়েল আহমদ। এছাড়াও এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী আনহার মিয়া, শিক্ষানুরাগী শামসুজ্জামান, শিক্ষানুরাগী আফজল মিয়া, বিভিন্ন অভিভাবক বৃন্দ ও কোমলমতি  শিক্ষার্থীরা। বিদ্যালয়ের সম্মানিত  প্রধান শিক্ষিকা তার বক্তব্যে ইন্সপায়ার ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান, এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।প্রধান বক্তার বক্তব্যে বুলবুল আহমেদ বলেন, ছাত্র-ছাত্রীদের যে কোন সমস্যায়, আমরা আগেও ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ৷ সভাপতির সমাপনী বক্তব্যে , বিশিষ্ট সাংবাদিক ও গীতিকার মুজিবুর রহমান বলেন, আমি এই বিদ্যালয়ে লেখাপড়া করেছি, তাই এই বিদ্যালয়, এলাকার মাটি ও মানুষের সঙ্গে আমার গভীরভাবে সম্পর্ক, তাই এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় ইন্সপায়ার ফাউন্ডেশন এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মতিন সাহেব কে সহযোগিতা করার জন্য অনুরোধ করবো এবং কোমলমতি শিক্ষার্থীদের যে কোন সমস্যায় সার্বিক সহযোগিতা করবে ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে৷ পরিশেষে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে এর পক্ষথেকে৷

Tags: