হবিগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী ডাক্তার শাখাওয়াত হাসান জীবন আজমিরীগঞ্জ উপজেলার বাংলাদেশ প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার সসন্ধ্যায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের সমস্যা, রাজনৈতিক পরিস্থিতি এবং সাংবাদিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। সাংবাদিকরা স্থানীয় নানা সমস্যা তুলে ধরলে ডাক্তার শাখাওয়াত হাসান জীবন মনোযোগ সহকারে সব বক্তব্য শোনেন এবং বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, “সাংবাদিক সমাজই সত্য তুলে ধরে। আপনাদের লেখনীই মানুষের সমস্যাকে সামনে আনে। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব।”
মতবিনিময় সভা এক বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক পরিবেশে সম্পন্ন হয়। শেষে সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
