মারজিয়া ইসলাম | নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঘটে যাওয়া এ ভূমিকম্পে রাজধানীর অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির শক্তি ছিল ৫ দশমিক ৫ মাত্রা। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদী।
হঠাৎ ভূকম্পন শুরু হলে ঢাকার মিরপুর, ধানমন্ডি, মতিঝিল, উত্তরা, গুলশানসহ বিভিন্ন এলাকায় লোকজন দৌড়ে ঘর থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েন। অনেকে বাসাবাড়ির নিচে নিরাপদ স্থানে অবস্থান নেন। ভূমিকম্পটি স্থায়ী ছিল কয়েক সেকেন্ড, কিন্তু হঠাৎ তীব্র কম্পন অনুভূত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকার পাশাপাশি দেশের নারায়ণগঞ্জ, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, রাজশাহী, রংপুর, কিশোরগঞ্জসহ আরও কয়েকটি জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভবনের দেয়ালে ফাটল ও কিছু এলাকায় সামান্য কাঠামোগত ক্ষতির খবর পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ভূমিকম্পের প্রভাব পড়ে প্রতিবেশী দেশ ভারতেও। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে। ভূমিকম্পের পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়লেও কর্তৃপক্ষ সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে।
