ঢাকা

নবীগঞ্জের বাংলা বাজারে ১ লক্ষ টাকা চাঁদাদাবী, না দেওয়ায় বাড়িঘরে হামলা

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলা বাজারস্থ আউশকান্দি রোডে একটি পরিবারের নিকট এক লক্ষ টাকা চাঁদাদাবী করে না পেয়ে মিটু চৌধুরী  নামের এক ব্যক্তির বাড়িতে হামলা,ভাংচুর  চালিয়ে দুষ্কৃতকারীরা একটি প্রাইভেট কার ভাংচুর ও ঘরের দরজায় কুপিয়ে গৃহে  প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় সাড়ে ৬ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট এবং ক্ষয়ক্ষতি করেছে বলে নির্যাতিত পরিবারের লোকজন অভিযোগ তোলেছেন৷ ঘটনাটি ঘটেছে গত ৫ অক্টোবর রাত অনুমান ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত৷ 

এঘটনায় গত ১০ অক্টোবর ২০২৫ ইং তারিখে মিটু চৌধুরীর স্ত্রী রুবি বেগম নামের গৃহবধূ বাদী হয়ে 

হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত কগ-৫ আদালতে মামলা দায়ের করেছেন৷ মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে নবীগঞ্জ থানা পুলিশকে তদন্তের নির্দেশ প্রদান করেছেন বলে বাদী পক্ষ সাংবাদিকদের  জানিয়েছেন৷ 

মামলার এজাহারে উল্লেখঃ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের মিটু চৌধুরী তিনি সম্প্রতি বাংলাবাজারের উল্লেখিত স্থানে জায়গা ক্রয় করে একটি বাসাবাড়ী নির্মাণ করে স্বপরিবারে বসবাস করে আসছিলেন৷ তবে তার প্রতিবেশী দুষ্কৃতিকারী  সন্ত্রাসী ও খারাপ প্রকৃতির লোক ইনাতাবাদ গ্রামের ও বর্তমান বাংলা বাজারের বাসিন্দা ইউনুছ খাঁ নামের ব্যক্তি মিটু চৌধুরী ও তার পরিবারের নিকট ১ লক্ষ টাকা চাঁদাদাবী করেন৷ এই দাবীকৃত টাকা না দেওয়ায় ঘটনার সময় ইউনুছ খাঁ, গভীর রাতে তার সঙ্গীয় ১০/১২ জন অজ্ঞাত ব্যক্তি সহ ৩ জন অস্ত্রধারী নারীও ঘটনার সাথে জড়িত ছিলেন,যাদের ভিডিও ফুটেজ ও সংরক্ষণে আছে, এর মধ্যে আয়েশা আক্তার তান্নি, রাবিয়া বেগম ও সুনায়রা বেগম৷ 

মামলার বাদীনি তিনি আরো উল্লেখ করেন,  তাদের গৃহে প্রবেশ করে অস্ত্রধারীরা তার স্বামী বাড়ীতে না থাকায় নগদ ২ লক্ষ টাকা, ২ ভরি ওজনের  গলার হার, ১ ভরি ওজনের হাতের রুলি যার অনুমান মূল্য প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকা এবং ঘরের দরজা ভাঙ্গিয়া আরো ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে৷ এসময় লুটপাট করে দুষ্কৃতকারীরা যাবার সময় তাঁদেরকে হুমকি দিয়ে চলে যায়,এবং এনিয়ে বেশি বাড়াবাড়ি করলে খুন করিয়া লাশ গুম করে ফেলার হুমকিও দিয়ে যায় বলে নির্যাতিত পরিবারের লোকজন গণমাধ্যমকে জানান৷ এদিকে এই মামলার সংবাদে আরো বেপরোয়া হয়ে উঠেছে এই প্রভাবশালী চক্র৷ বাদীনি ও তার পরিবারের তাদের ভয়ে ঘরবাড়ি ছেড়ে উল্টো পালিয়ে বেড়াচ্ছেন বলেও জানান তাহারা৷ এ বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন৷

Tags: