সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আজমিরীগঞ্জ থানা পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। বৃহস্পতি (১৩ নভেম্বর) সকাল ১১টা আজমিরীগঞ্জ থানা ইনচার্জ শফিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম আজমিরীগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সাথে কথা বলেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন, “যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা রোধে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”
এ সময় থানার অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এলাকাবাসী পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
