ঢাকা

নাশকতা প্রতিরোধে আজমিরীগঞ্জে থানা পুলিশের টহল জোরদার

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আজমিরীগঞ্জ থানা পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। বৃহস্পতি (১৩ নভেম্বর) সকাল ১১টা আজমিরীগঞ্জ থানা ইনচার্জ শফিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম আজমিরীগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শন করেন।


পরিদর্শনকালে অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সাথে কথা বলেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।


তিনি বলেন, “যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা রোধে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”


এ সময় থানার অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এলাকাবাসী পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tags: