ঢাকা

জুলাই শহীদদের লাশ শনাক্তে আসবেন বিদেশি বিশেষজ্ঞ

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

রায়েরবাজার কবরস্থানে শায়িত জুলাই শহীদদের লাশ শনাক্ত করার জন্য বিদেশি বিশেষজ্ঞ আনা হবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, রায়েরবাজার কবরস্থানে বেশ কিছু জুলাই শহীদকে কবর দেওয়া হয়েছে। এসব বেওয়ারিশ লাশের পরিচয় বের করতে ডিএনএ পরীক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ চলছে। তিনি আরও বলেন, “এবার আমরা বিদেশি এক্সপার্ট দিয়ে ল্যাব করাব। তারা সরাসরি এখানে এসে কাজ করবেন। রায়েরবাজারে ১০০ জনেরও বেশি মানুষকে কবর দেওয়া হয়েছে। তাদের পরিচয় বের করা একটি বড় ইস্যু।”

এছাড়া তিনি জানান, বননীতির সংস্কারও নেওয়া হচ্ছে। ১৯৮৪ সালের বননীতির সঙ্গে সংশোধনী আনা হবে। সিদ্ধান্ত হয়েছে, কোনও বনের ভেতরে বিদেশি প্রজাতির গাছ লাগানো যাবে না। পাশাপাশি কাঠ আমদানি বৃদ্ধি করে দেশের বন ও গাছের ওপর চাপ কমানো হবে।

শফিকুল আলম বলেন, এই উদ্যোগ দেশের ইতিহাস সংরক্ষণ ও বন সম্পদের টেকসই ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত হওয়ায় তাদের পরিবার ও রাষ্ট্রের কাছে ন্যায্য মর্যাদা নিশ্চিত হবে
Tags: