ইজাজুর কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের চৌধুরী হাটীর শামীম চৌধুরীর ছেলে এবং আনন্দপুর মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ অক্টোবর রোজ শুক্রবার দুপুরের পর পড়া শেষে মাদ্রাসা থেকে খেলতে বের হয় ইজাজুর। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পান না তারা। শনিবার সকালে পরিবারের সদস্যরা স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় গ্রামের পাশ দিয়ে বয়ে চলা বছিরা নদীতে খোঁজাখুঁজি শুরু করলে সকাল প্রায় সাড়ে ১০টায় ব্রিজের পাশ থেকে শিশু ইজাজুরের মরদেহ উদ্ধার করা হয়।
জমিরীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।