ঢাকা

আজমিরীগঞ্জে শারদীয় দুর্গাপূজা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাপ্তি

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

মিজানুর রহমান মাসুদ | সারা দেশের ন্যায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায়ও মহাধুমধামের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গাপূজা ২০২৫। উপজেলার মোট ৩৫টি পূজা মণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে কয়েকদিনব্যাপী উৎসব শেষ হয়েছে আজ দুর্গা বিসর্জনের মধ্য দিয়ে।


বিজয়া দশমীর দিনে সকাল থেকে বিভিন্ন মণ্ডপে পূজা-অর্চনা শেষে ভক্তরা ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় জানান। বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে স্থানীয় নদী ও জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় ভক্তদের চোখে-মুখে ছিল একদিকে বিদায়ের বেদনা, অন্যদিকে নতুন করে আগামী বছরের আশার প্রতীক্ষা।


পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক তৎপর ছিলেন। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, “সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।”


আজমিরীগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, “এবারের দুর্গাপূজা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে। ভক্ত-দর্শনার্থীদের আনন্দমুখর অংশগ্রহণ আমাদের উৎসবকে আরও বর্ণিল করে তুলেছে।”


ভক্তরা জানান, দুর্গা পূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক সম্প্রীতি, মিলন ও ভ্রাতৃত্বের প্রতীক। তারা আশা প্রকাশ করেন, আগামী বছর আরও আনন্দ-উৎসাহ নিয়ে দেবী দুর্গা আবির্ভূত হবেন।

Tags: