ঢাকা

কাকাইলছেওয়ে সেনাবাহিনীর অভিযানে ৭০০ লিটার চোলাইমদ জব্দ, আটক ২

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

নিজস্ব প্রতিনিধি | মাসুদ রানা : আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে সেনাবাহিনীর অভিযানে ৭০০ লিটার চোলাইমদ জব্দ একই সাথে জড়িত সুনীল রবিদাস (৪৫) ও সুনীল রবিদাস (৫৫) নামে দুই উৎপাদনকারীকে আটক করা হয়েছে। 

গত শনিবার দিবাগত গভীররাতে এ ঘটনা ঘটে। এরা হলো, ওই এলাকার সাহানগর মুচিপাড়ার যথাক্রমে মৃত- মঙ্গল রবিদাস ও কিশোরগঞ্জের করিমগঞ্জের বাসিন্দা বর্তমানে একই গ্রামে বসবাসরত মৃত- রামরতন রবিদাসের পুত্র। এ ব্যপারে জড়িত ৫ জনকে  আসামি করে মাদক আইনে মামলা দায়ের করেছে পুুলিশ। বাকিরা পলাতক রয়েছে। গতকাল রবিবার সকালে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের সাহানগর মুচিপাড়ায় গত শনিবার দিবাগত গভীররাতে বানিয়াচং সেনা ক্যাম্পের মেজর মাহির আসহাব এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ চোলাইমদ জব্দ ও ২ জনকে আটক করে।

প্রসঙ্গত, কাকাইলছেওয়ের সাহানগর মুচিপাড়ায় দীর্ঘদিন ধরে উৎসবের আমেজে চোলাই মদের রমরমা ব্যবসা চলছে। এলাকাবাসীদের অভিযোগ, সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার লোকজনকে মাসোহারা দেয়ার কারণে চোলাইমদের রমরমা ব্যবসা বন্ধ হচ্ছে না। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শত শত লিটার চোলাই মদ উপজেলার বিভিন্ন প্রান্তে কখনও রাতের আঁধারে কখনো আবার প্রকাশ্যে দিবালোকে বিভিন্ন মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ আইন শৃঙ্খলা বাহিনীর কোনো নতুন কর্মকর্তা আসার পর প্রথমদিকে কিছু দিন হাতে গোনা দু’চার জন মাদক ব্যবসায়ীদের আটক করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। পরে তাদের সাথে নতুন করে মাসোয়ারা চুক্তির পর,অভিযান ঢিলেঢালা ভাবে চলতে থাকে। জনৈক চোলাইমদ কারবারি জানান, সাহানগর মুচিপাড়া থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শত শত লিটার চোলাইমদ এলাকার মাদকসেবীদের চাহিদা পূরণ করে আজমিরীগঞ্জ সদর, শিবপাশা, বদলপুরের পাহাড়পুর, জলসুখা পার্শ্ববর্তী কিশোরগঞ্জের মিটামইনের কাটখাল, আব্দুল্লাপুর ইটনার জনতাগঞ্জ বাজার, গজারিয়া ও সুনামগঞ্জের শাল্লা ও সেননগরে বিভিন্ন পথে পাচার হয়ে থাকে। কাকাইলছেওয়েে এক মাদকসেবী জানান, বেশ কিছুদিন পূর্বে একই এলাকার সৌলরী ( জয়নগর) মুচিপাড়ায় অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। চোলাইমদ জব্দ ও জড়িত ৪ জন উৎপাদনকারীকে আটক করা হয়। তাই বর্তমানে জয়নগর মুচিপাড়ায় চোলাইমদ উৎপাদন ও বিক্রি বন্ধ রয়েছে। এরই ফাঁকে সাহানগর মুচিপাড়া ও পার্শ্ববর্তী কিশোরগঞ্জের মিটামইনের বাহেরচর মুচিপাড়ায় চলছে চোলাইমদের একচাটিয়া রমরমা ব্যবসা। যেহেতু চারদিকে চোলাইমদের সংকট চলছে সেহেতু বর্তমানে প্রতিগ্লাস চোলাইমদ বিক্রি হচ্ছে ১০০-১৫০ টাকায়। 

বদলপুরের পাহাড়পুর বাজারের সুতলাল দাস নামে এক ব্যবসায়ী জানান, প্রতিদিন সন্ধ্যার পর বাজারে, গ্রামের বিভিন্ন আনাচে কানাচে পলিথিন ব্যাগে পুটলা বেঁধে আইসক্রীমের পেডিভর্তি করে বিক্রি করা হয়। তবে সবচেয়ে বেশী মাদকসেবীর জমায়েত হয় টাওয়ার এলাকায়। মাদকসেবীরা চোলাইমদ পান করে বাজার সহ রাস্তা-ঘাটে মাতলামি করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকে। বাজার সহ এলাকার রাস্তা-ঘাট, পাড়া,মহল্লা চলে যায় মাদকসেবীদের দখলে। এলাকার সাধারণ ও শান্তিপ্রিয় লোকজন বাড়িঘর থেকে বের হতে পারে না। আর যদিও কেহ বের হয়, তাদের নাজেহাল হতে হয় মাদকাসক্তদের দ্বারা। এলাকার লোকজন মান-ইজ্জতের ভয়ে দরজা বন্ধ সময় কাটায়। অনেক সময় পুলিশী অভিযানে চুনুপুটিরা ধরা পড়লেও রাঘববোয়ালরা সর্বদাই থাকে ধরা-ছোঁয়ার বাইরে। এলাকার লোকজন জানায়, ডিলারসীপ ও মাদকসেবীদের অনেকেই পুলিশের হাতে ধরা খেয়ে কারাভোগ করে জামিনে বেড়িয়ে এসে পুনঃরায় একই পেশায় যুক্ত হচ্ছে। 
Tags: