ঢাকা

সুন্দর ও শান্তিপূর্ণ পূজা উদযাপনে আজমিরীগঞ্জে পুলিশের তৎপরতা

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

মো : আফলাক আহমেদ | স্টাফ রিপোর্টার: আজমিরীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতো। পূজা শুরুর আগে থেকেই যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টি না হয় এবং হিন্দু ধর্মাবলম্বীরা সুন্দর, সুষ্ঠু ও নির্দ্বিধায় পূজা উদযাপন করতে পারেন—সে লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে থানা পুলিশ।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে রবিবার বিকেলে বিভিন্ন পূজামণ্ডপে অফিসারসহ ফোর্স নিয়ে মহড়া পরিচালনা করা হয়। এ সময় পূজা মণ্ডপগুলো ঘুরে দেখেন ওসি শফিকুল ইসলাম এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পূজার সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন,“শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য আজমিরীগঞ্জ থানা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজামণ্ডপে টহল জোরদার করা হবে। পাশাপাশি পুলিশ সদস্যরা নিয়মিত মহড়া ও পাহারার মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন।”

স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পুলিশের এ ধরনের মহড়া ও টহল হিন্দু সম্প্রদায়ের মানুষকে পূজা উদযাপনে আরও আশ্বস্ত করেছে।

উল্লেখ্য, চলতি বছর আজমিরীগঞ্জ উপজেলায় মোট ৩৩টি সর্বজনীন পূজামণ্ডপ ও ২টি ব্যক্তিগত পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে ইতোমধ্যেই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন ও স্থানীয় আয়োজকরা।


Tags: