আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে রবিবার বিকেলে বিভিন্ন পূজামণ্ডপে অফিসারসহ ফোর্স নিয়ে মহড়া পরিচালনা করা হয়। এ সময় পূজা মণ্ডপগুলো ঘুরে দেখেন ওসি শফিকুল ইসলাম এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পূজার সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন,“শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য আজমিরীগঞ্জ থানা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজামণ্ডপে টহল জোরদার করা হবে। পাশাপাশি পুলিশ সদস্যরা নিয়মিত মহড়া ও পাহারার মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন।”
স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পুলিশের এ ধরনের মহড়া ও টহল হিন্দু সম্প্রদায়ের মানুষকে পূজা উদযাপনে আরও আশ্বস্ত করেছে।
উল্লেখ্য, চলতি বছর আজমিরীগঞ্জ উপজেলায় মোট ৩৩টি সর্বজনীন পূজামণ্ডপ ও ২টি ব্যক্তিগত পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে ইতোমধ্যেই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন ও স্থানীয় আয়োজকরা।