ঢাকা

নবীগঞ্জে সরকারী খালের উপর সাঁকো নির্মাণে বাঁধা, ৪টি পরিবার পানিবন্ধী

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

নবীগঞ্জ প্রতিনিধি | হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামে হতদরিদ্র, অসহায়, দিনমজুর ৪টি পরিবারের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির গুরুতর অভিযোগ পাওয়া গেছে৷

এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা৷ 

অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের অসহায় দিনমজুর আহাদ মিয়ার ছেলে দুলন মিয়া সহ আরো অনেকেই জানান,যে তাহারা সরকারী হাসন খালি খালের পাড়ের নিকটবর্তী বাসিন্দা,  অসহায় দিনমজুর  ৪টি পরিবারের ২৫ জন লোক তাদের বাড়ি থেকে মেইন রাস্তায় উঠার আগে সরকারী খাল রয়েছে৷ উক্ত খালে বর্ষা মৌসুমে সাঁকো দিয়ে পারাপারের একমাত্র ব্যবস্থা, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই৷ এই জায়গায় সাঁকো দিয়ে পাড় হয়ে তাহারা হাট বাজাের,স্কুল, কলেজে কোমলমতি শিক্ষার্থীরাও যাতায়াত করে থাকেন, বর্তমানে ৪টি পরিবারের ৭জন ছাত্র/ ছাত্রী স্কুলে যাতায়াত করতে পারছেন না,বর্তমানে তাদের লেখাপড়া সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে৷ তাদের চলাচলে বিঘ্নতার সৃষ্টি করায় তাদের কাজকর্ম ও বন্ধ হয়েগেছে৷ তাহারা ঘর থেকে বের হতে না পারায়, পানিবন্দী অবস্থায় দিনযাপন করছেন,বিষয়টি স্থানীয় পঞ্চায়েতের স্মরণাপন্নও হলেও বিশিষ্টজনের আপ্রাণ প্রচেষ্টায়ও  গ্রামের প্রভাবশালী ব্যক্তি বাঁধা প্রদানকারী মোঃ শফিক মিয়া তিনি সাঁকো নির্মাণে বাঁধা দেয়ায়  অটল রয়েছেন, তবে এ প্রতিনিধির সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারী খালের পাড়ের ভুমির মালিক তিনি হওয়ায় তার জায়গা দিয়ে কারো যাতায়াতের রাস্তা তিনি কখনোই দিবেন না৷ 

অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বিগত ১ জুন ২০২৫ ইং তারিখে লিখিত অভিযোগ দায়ের করা হলে এরই প্রেক্ষিতে  উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইনাতগঞ্জ ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আশরাফুল ইসলাম তারেক সরেজমিনে তদন্ত সাপেক্ষে গত ২০ আগষ্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে তদন্ত প্রতিবেদন দাখিল করেন৷ তবে আজ অবদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করায় অসহায় দিনমজুর পরিবার গুলো পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন৷ এ বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছেন  ভুক্তভোগীরা৷

Tags: