ঢাকা

৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাল্লা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে সারাদেশের ন্যায় বাংলাদেশ জামায়াতে ইসলাম শাল্লা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার বাদ জুম্মা শাল্লা উপজেলার মসজিদ রোড হইতে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিজ অফিসে সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


বাংলাদেশ  জামায়াতে ইসলামীর শাল্লা শাখার  আমির নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কায়ের, এর সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন । বাহারা  ইউনিয়ন সভাপতি, ফখরুল ইসলাম ,

শাল্লা ইউনিয়ন সভাপতি,সেলিম আহমেদ, 

সহ সুপার কামরুল ইসলাম , শাল্লা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি, প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে,জুলাই বিপ্লবে যারা নিহত এবং আহত হয়েছেন সেইসব ফ্যাসিসদের বিচার নিশ্চিত করা,নির্বাচনে যে সকল দল অংশগ্রহন করবে সকল দলকে সমান সুযোগ নিশ্চিত করা,বিগত ফ্যাসিস্টদের দোসরা যারা রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ঐসব দলকে নিষিদ্ধ করা এবং অবিলম্বে জাতীয় নির্বাচন আয়োজন নিশ্চিত করা সহ এই পাচঁ দফা দাবী বাস্তবায়নে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের নিকট দাবী জানান ।

Tags: