ঢাকা

আজমিরীগঞ্জে কুড়িয়ে পাওয়া অর্ধলক্ষ টাকার মালিকের খোঁজ ১৫ দিনেও মিলেনি

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares




নিজস্ব প্রতিনিধি: আজমিরীগঞ্জে কুড়িয়ে পাওয়া অর্ধলক্ষ টাকার মালিকের কোন ধরণের খোঁজ অদ্যাবধিও পাওয়া যায়নি। অনুমানিক প্রায় ১৫ দিন আগে আজমিরীগঞ্জ উপজেলা সদরে উল্লেখিত পরিমাণ টাকা একটি যাত্রীবাহী টমটমে পাওয়া যায়। বর্তমানে উক্ত টাকা বদলপুরের পিরোজপুর গ্রামের বাসিন্দা মো.মুজিবুর রহমানের নিকট গচ্ছিত রয়েছে। সে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান।

প্রসঙ্গত,আজমিরীগঞ্জ পৌর এলাকার আজিমনগর মুন্সিহাটির বাসিন্দা ও যাত্রীবাহী টমটম চালক প্রতিদিনের ন্যায় অনুমানিক গত ১৫ দিন পূর্বে টমটম নিয়ে বের হয়। বিভিন্ন স্থানে তার টমটম থেকে যাত্রীরা উঠানামা করে। সব যাত্রী নেমে যাওয়ার পর এক পর্যায়ে বদলপুরের পিরোজপুর গ্রামের মৃত- গউছ মিয়ার কণ্যা মোছাঃ লিজা আক্তার (২২) ওই টমটমে উঠতে গেলে যাত্রীদের বসার সীটে এক বান্ডিল টাকা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি টমটম চালককে অবহিত করেন। কিন্তু টমটম চালক এ ব্যাপারে  কিছুই বলতে পারেননা। পরবর্তীতে কুড়িয়ে পাওয়া টাকা গননা করে অর্ধলক্ষ টাকা রয়েছে বলে জানতে পারেন। মোছাঃ লিজা আক্তার ও টমটম চালক এক পর্যায়ে উক্ত টাকা লিজা'র আত্মীয় পিরোজপুর গ্রামের বাসিন্দা ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান মো.মুজিবুর রহমানের নিকট হস্তান্তর করেন। মো.মুজিবুর রহমান কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খোঁজে পেতে এলাকায় মাইকিং করেন। এ ছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে একটি পোস্ট আপলোড করেন। কিন্তু প্রায় ১৫ দিন অতিবাহিত হলেও মালিকের কোন খোঁজ মিলেনি। এ বিষয়ে ইপিআই টেকনিশিয়ান মো. মুজিবুর রহমান (০১৭১৬-৯৭০০০৩) জানান, কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খোঁজে পেতে বিভিন্ন এলাকায় মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছি। কিন্তু উক্ত টাকার মালিকানা হিসেবে অদ্য পর্যন্ত কেউ দাবি করেনি। তবে একমাস অপেক্ষা করে এ টাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ( সরকারি কোষাগারে)  জমা দিয়ে দেবো।

Tags: