ঢাকা

নবীগঞ্জের কামার গাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় মদ উপকরণ সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার৷

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

এম.মুজিবুর রহমান | নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ ( হবিগঞ্জ)  প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামার গাঁওয়ে সেনবাহিনীর বিশেষ অভিযানে ৩ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে দেশীয় মদ ও সরঞ্জাম সহ গ্রেফতার করেছে বানিয়াচং ক্যাম্পের একদল সেনাবাহিনী৷ 

জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে কামার গাঁও ব্রীজের সংলগ্ন মাদক কারবারিদের আস্তানায় গত বুধবার দিবাগত রাতে বানিয়াচং সেনা ক্যাম্পের বিএ-৯৫২৬ মেজর কাজী ফয়সাল আহমেদ -৬ বীর এঁর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় মদ ১২ লিটার, মদের ওয়াস ৩৬০ লিটার,দেশীয় মদ তৈরীর  মেডিসিন ৬ কেজি সহ কামার গাঁও গ্রামের মাদক ব্যবসায়ী নুনুয়া রবিদাশের পুত্র, গাছা রবিদাস (৪২), আবু রবিদাশের পুত্র লাল রবিদাশ (৩২),ও আবোয়া রবিদাশের পুত্র যোগেশ রবিদাশ (২৫)কে  গ্রেফতার করা হয়,এসময় অভিযান আচ করতে পেরে সৃচতুর  ১ একজন আসামি পালিয়ে যায়। উক্ত মাদক ব্যবসায়ীরা এলাকার যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ ছিল বলেও জানিয়েছে সেনাবাহিনী৷ 

উক্ত গ্রেফতারকৃত আসামীদেরকে  হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় ডিউটি অফিসার এস আই অনিক পাল এর নিকট হস্তান্তর করা হয়। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে ধৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়৷

মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর এই  অভিযানকে আন্তরিক ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছেন সচেতন নাগরিক সমাজ৷ এই অভিযান অব্যাহত রাখতে সেনাবাহিনীর প্রতি দাবী জানিয়েছেন এলাকাবাসী

Tags: