ঢাকা

নবীগঞ্জে সন্ত্রাসী হামলায় দু'টি পা ও হাত হারিয়ে পঙ্গু তোফাজ্জল

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের ক্রাইমজোন খ্যাত দরবেশ পুর গ্রামের বহুল আলোচিত সমালোচিত ইব্রাহিম বাহিনীর নির্মম সন্ত্রাসী হামলার শিকার হলেন, তারই আপন ভাতিজা তোফাজ্জল মিয়া (২৬) নামের এক যুবক৷ আহতের পারিবারিক  সূত্র ও এলাকাবাসী জানান, জায়গা জবরদখলে বাধা দেয়ায় দরবেশ পুর গ্রামের  মৃত হারুন মিয়ার পুত্র ওই যুবককে ফিল্মী স্টাইলে তার বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে  গৃহে প্রবেশ করে অস্ত্রধারী সন্ত্রাসী ইব্রাহিম বাহিনীর প্রধান ইব্রাহিম মিয়া, রহমত উল্লাহ্ সহ তাদের লোকজন কর্তৃক হামলা ও নির্মম নির্যাতন চালিয়ে তোফাজ্জল মিয়ার দু'টি পা,ও হাত সহ শরীরের বিভিন্ন স্থানে  দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পঙ্গু করে দিয়েছে সন্ত্রাসীরা৷ ঘটনাটি ঘটেছে গত ১৪ সেপ্টেম্বর রবিবার দিবাগত রাত অনুমান ৩টার দিকে৷ আহত তোফাজ্জল মিয়াকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তার চিকিৎসক জানিয়েছেন এখনো সে শঙ্কামুক্ত নয়,যদিও সে প্রাণে বেঁচে গেছে তবে দু'টি পা ও হাত একেবারে ভেঙ্গে যাওয়ায় পঙ্গু অবস্থায় রয়েছেন তোফাজ্জল মিয়া৷ 

ঘটনার ৯দিন অতিবাহিত হলেও এখনো সন্ত্রাসী ইব্রাহিম ও তার সহযোগীরা বীরদর্পে বুক ফুলিয়ে চলাফেরা করছে৷ এ ব্যাপারে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর ও বীট অফিসার সোহরাব হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তবে আহতের পরিবার এ বিষয়ে মামলা না করায় তারা আইনানুগ ব্যবস্থা নিতে পারছেন না৷ তবে আহত তোফাজ্জল মিয়ার মাতাকে ওই ইব্রাহিম বাহিনী কর্তৃক গত ১২ তারিখ রাতে হাতুড়ে মারপিট করে  ও ৮০ হাজার টাকা লুট করে নেয়ার একটি অভিযোগ পুলিশের কাছে তদন্তাধীন রয়েছে৷ এদিকে এ সংক্রান্ত বিষয়ে সংবাদ প্রকাশ না করতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছে ইব্রাহিম ও তার লোকজন এবং আহতের মাতা ডালিনা আক্তার যদি এ ঘটনায় কোনো  মামলা দায়ের করেন,তবে তাকে হত্যার হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা৷ এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহলের লোকজন৷

Tags: