ঘটনার ৯দিন অতিবাহিত হলেও এখনো সন্ত্রাসী ইব্রাহিম ও তার সহযোগীরা বীরদর্পে বুক ফুলিয়ে চলাফেরা করছে৷ এ ব্যাপারে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর ও বীট অফিসার সোহরাব হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তবে আহতের পরিবার এ বিষয়ে মামলা না করায় তারা আইনানুগ ব্যবস্থা নিতে পারছেন না৷ তবে আহত তোফাজ্জল মিয়ার মাতাকে ওই ইব্রাহিম বাহিনী কর্তৃক গত ১২ তারিখ রাতে হাতুড়ে মারপিট করে ও ৮০ হাজার টাকা লুট করে নেয়ার একটি অভিযোগ পুলিশের কাছে তদন্তাধীন রয়েছে৷ এদিকে এ সংক্রান্ত বিষয়ে সংবাদ প্রকাশ না করতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছে ইব্রাহিম ও তার লোকজন এবং আহতের মাতা ডালিনা আক্তার যদি এ ঘটনায় কোনো মামলা দায়ের করেন,তবে তাকে হত্যার হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা৷ এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহলের লোকজন৷
- আন্তর্জাতিক 3
- চট্রগ্রাম 18
- চাকুরী 1
- জাতীয় 10
- ঢাকা 6
- নবীগঞ্জ 7
- প্রতিবেদন 1
- ফুটবল 2
- ভিডিও 10
- লাইফস্টাইল 1
- সারাদেশ 35