ঢাকা

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কে দূর্ঘটনায় মৃত্যু ২

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সুনামগঞ্জগামী একটি প্রাইভেট কারের সাথে এবং জগন্নাথপুরগামী একটি মোটর সাইকেল (নং সুনামগঞ্জ-হ ১১-৬১৬১) এর সংঘর্ষে  ঘটনাস্থলে ছমিরুল হক জুয়েল (৩৯) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি-সাউদেরগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের পুত্র।

জমিরুল হক জুয়েলের সাথে থাকা মোটরসাইকেল আরোহী আহত ছব্দর আলী (৩৭) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ারসময় পথেই তার মৃত্যু হয়। ছব্দর আলী সুনামগঞ্জ সদরের হাছননগর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র। সড়ক দুর্ঘটনায় নিহত দু'জন সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রসেসিং সার্ভার হিসেবে কর্মরত ছিলেন। 

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ  ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। শান্তিগঞ্জ থানার এসআই (নিঃ) সেলিম আহমদ ও জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

(শনিবার) ১৩ সেপ্টেম্বর জেলার শান্তিগঞ্জের জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামস্থ  ইটের রাস্তার মোড়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এদুর্ঘটনা ঘটেছে।

Tags: