আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামের সবুজগঞ্জ বাজার সংলগ্ন খলাবাড়ির কাওছার চৌধুরীর স্টেশনারি দোকানে একদল চোর আজ ভোররাতে দোকানের পিছনের দরজা কেটে প্রবেশ করে৷ এসময় দোকানের মালামাল বিক্রির প্রায় লক্ষাধিক টাকা, কয়েক কার্টন বিভিন্ন জাতের সিগারেট সহ মালামাল চোরি করে নিয়ে যায়৷
ভোররাতে দোকানের মালিক কাওছার চৌধুরী বাড়ি থেকে দোকানে আসলে চোরেরা উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়৷ এসময় জনতা দৌড়িয়ে কুখ্যাত চোর সালামিন কে ধরে গনধোলাই দিয়ে শিবপাশা ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করে৷
বর্তমানে ধৃত চোর আজমিরীগঞ্জ থানায় রয়েছে৷
জানা গেছে, আজ আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হবে৷ ধৃত চোর সালামিন শিবপাশা গ্রামের বং মহল্লার জপু মেম্বারের ছেলে৷ তার যন্ত্রণায় অতিষ্ঠ গ্রামবাসী৷ প্রতিদিনই গ্রামের কোনো না কোনো বাড়িতে সে সংঘবদ্ধহয়ে চুরি ডাকাতি করে যাচ্ছে৷ তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে৷