স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২২ আগষ্ট গভীররাতে বানিয়াচং ক্যাম্পের *(বিএ-৯৫২৬ মেজর কাজী ফয়সাল আহমেদ* ৬ বীর) এর নেতৃত্বে (বানিয়াচং উপজেলা পরিষদ ০৬ বীর আর্মি ক্যাম্প) হতে বানিয়াচং উপজেলায় ০৩ নং উওর পূর্ব বানিয়াচং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে দোয়াখানি গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কৃষ্ণ রবিদাস (৪৫) কে দেশীয় মদ ও সরঞ্জাম সহ গ্রেফতার করা হয়৷ সেনাবাহিনীর উপস্থিতি টেরপেয়ে অপর আসামি পালিয়ে যায়৷ উক্ত মাদক ব্যবসায়ীরা এলাকার যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ ছিল। জব্দকৃত মালামাল দেশীয় মদ ১২ লিটার, দেশী মদের ওয়াস ১৪০ লিটার,মোবাইল ফোন ০৪ টি,আটকৃত মাদক ব্যবসায়ী ৩নং বানিয়াচং দোয়াখানি গ্রামের কৃষ্ণ রবিদাস (৪৫) পিতা সম্বু রবিদাশ, উক্ত গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় ডিউটি আফিসার এস আই শক্তি পদ এর নিকট হস্তান্তর কারা হয়।
- আন্তর্জাতিক 3
- চট্রগ্রাম 18
- চাকুরী 1
- জাতীয় 10
- ঢাকা 6
- নবীগঞ্জ 7
- প্রতিবেদন 1
- ফুটবল 2
- ভিডিও 9
- লাইফস্টাইল 1
- সারাদেশ 28