হবিগঞ্জের আজমিরীগঞ্জ কাকাইলছেও ইউনিয়নের মানুষের জন্য দুর্ভোগ এখন নিত্যসঙ্গী। আজমিরীগঞ্জ উপজেলার ৪নং কাকাইলছেও ইউনিয়নের চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতি মিছবাহ উদ্দীন ভূইয়ার বাড়ি থেকে পূর্বের হাওরের দিকে যাওয়া একমাত্র প্রধান রাস্তা আজ কাদা, দুর্গন্ধ আর অবহেলার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘদিন সংস্কারের ছোঁয়া না লাগায় সামান্য বৃষ্টিতেই রাস্তাটি রূপ নেয় কাদামাটির সাগরে। পানি জমে থাকে দিনের পর দিন, কারণ নেই কোনো টেনেজ বা পানি নিষ্কাশনের ব্যবস্থা। উপরন্তু, চেয়ারম্যানের বাড়ি থেকে রাস্তার উপর দিয়েই গরুর মল-মূত্রের স্রোত বয়ে যায়, টিউবওয়েলের নোংরা পানি সরাসরি এসে মিশে যায় সেই কাদায়। ফলাফল—মিশ্রিত দুর্গন্ধ, নষ্ট পরিবেশ, আর ভোগান্তিতে জর্জরিত হাজারো পথচারী।
এই রাস্তা দিয়েই প্রতিদিন চলাচল করেন কৃপালনগর, ডেমিকান্দী, ফখরাবাদ, সরকার বাড়ি, মাজি হাটি সহ আশপাশের অন্তত ৪-৫টি হাটির বাসিন্দা। এটি পূর্ব হাওরের একমাত্র পথ হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, পায়ে হেঁটে চলা হয়ে ওঠে কষ্টকর ও ঝুঁকিপূর্ণ।
স্থানীয়দের অভিযোগ—উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও চেয়ারম্যান নিজেই রাস্তার সর্বনাশ করছেন। কেবল রাস্তাটি পাকা করলেই হবে না, জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের খাল তৈরি ও পরিবেশ দূষণ রোধে পদক্ষেপ নিতে হবে।
এই ব্যাপারে ইউপি চেয়ারম্যান মিসবাহ উদ্দিন ভুইয়ার সাথে মুঠোফোন কথা হয়। তিনি জানান, এই বছর ও ১থেকে দুই লক্ষ টাকার কাজ হয়েছে এই কাজ ৪ নং ওয়ার্ড মেম্বার আবদুর রর করেছে।
৪নং ওয়ার্ড মেম্বার আব্দুর রব জানান, এই রাস্তার সংস্কারের কিছু অংশ করা হয়েছে , বাকি অংশ করার জন্য জেলা পরিষদে সংষ্কারের জন্য আবেদন করেছিলাম। কিন্তু সরকার পরিবর্তনের কারনে আর হয় নাই। ইউনিয়ন পরিষদের যদি বাজেট আসে তাহলে কাজ করা হবে।
প্রশ্ন রয়ে যায়—যে চেয়ারম্যানের অবহেলা, গরুর বর্জ্য আর টিউবওয়েলের পানি মিলেই রাস্তাটি কাদায় ডুবে আছে, তিনি কি উন্নয়নের দাবিদার নাকি অবহেলার কারিগর?
