ঢাকা

লাখাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

সুমন আহমেদ বিজয় | লাখাই প্রতিনিধি  : বাংলাদেশ জামায়াতে ইসলামী লাখাই উপজেলা শাখার উদ্দোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

২৩ আগস্ট রোজ শনিবার লাখাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ মো.শহিদুল্লাহ এর পরিচালনায় এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মো. মহসিন আহমদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নজরুল ইসলাম,জেলা যুব বিভাগের সভাপতি জনাব তাসলিম আলম মাহদি।

কর্মী সম্মেলনে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ ফখরুল ইসলাম ও কুরআন থেকে দারস পাঠ করেন নবীগঞ্জ দারুল হিকমা মাদরাসা পরিচালক মাওলানা লুৎফুর রহমান। 

কর্মী সম্মেলনে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর ও জুলাই সনদ ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না বলে ঘোষণা করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম এবং আদর্শিক চেতনা নিয়ে আলোচনা করেন।

বক্তারা আরও বলেন দেশের সংকটকালীন পরিস্থিতিতে জনগণের অধিকার রক্ষায় জামায়াত সর্বাত্মকভাবে ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। কর্মী সম্মেলনে লাখাই উপজেলার বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Tags: