ঢাকা

বিদ্যুৎপৃষ্ট হয়ে বানিয়াচংয়ের নির্মাণ শ্রমিকের মৃত্যু। একজন আহত

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

আকিকুর রহমান রুমন | বানিয়াচং থেকে : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে বানিয়াচংয়ের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ও একজন আহত হওয়ার খবর পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে, ২৪ আগষ্ট (রবিবার) দুপুর আনুমানিক ১২টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়নের বাবুগঞ্জ বাজারের আ'লীগ নেতা শরিফ উদ্দিন মিয়ার নির্মানধীন ৩য় তলা বৈশিষ্ট্য বিল্ডিংয়ে। এই ৩য় তলা ভবনে নিচ থেকে উপরের দিকে রড উঠানোর কাজ করছিলেন তারা।

হঠাৎ তাদের কাজের এক ফাঁকে অসাবধানতা বসত একটি রড বিদ্যুৎতের মেইন লাইনের সাথে স্পর্শ হলে দু'জনই বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।


সেখানে কর্তব্যরত ডাক্তার রুজেল মিয়া(৩৫)মৃত ঘোষণা করেন এবং আহত রফিকুল ইসলামকে ভর্তী নিয়ে চিকিৎসা করেন।


নিহত রুজেল মিয়া বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের তারাসই গ্রামের মৃত খোরশেদ আলীর পুত্র এবং আহত চিকিৎসাধিন রফিকুল ইসলাম(১৮) আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী উত্তরপাড়া গ্রামের মুক্তাছির মিয়ার পুত্র।


এ ব্যাপারে জানতে শিবপাশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক(এসআই) মো:মিজানুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,এই ঘটনার পর পরই তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছিলো।

বিকেলের দিকে জানতে পারি রুজেল মিয়া নামের এক শ্রমিক মারা গেছেন।


এমন সংবাদ পাওয়ার পর পর ঐ পরবর্তী আইনানুগ যে প্রক্রিয়া রয়েছে,সেই মোতাবেক কাজ করে যাচ্ছি আমরা।

আপাতত এই বিষয়ে এখন আর কিছু বলতে পারবোনা।

Tags: