জানা যায়, শনিবার সন্ধ্যায় ৭.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ শিবপাশা পুলিশ ফাঁড়ি ও বানিয়াচুং থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ একটি টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করে। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও সম্প্রতি "ডেভিল হান্ট" অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তফছির মিয়া দীর্ঘ সময় ধরে এলাকায় রাজনীতি ও জনপ্রতিনিধিত্ব করেছেন। তবে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অভিযোগ থাকায় এলাকায়,আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো : শফিকুল ইসলাম বলেন , তফছির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে , যাবতীয় আইনানুগ কাজ শেষ করে বানিয়াচংয়ে প্রেরণ করা হবে ।