মো: আফলাক আহমেদ | কুশিয়ারা বার্তা :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওরে নৌকাযোগে বরযাত্রী বহনের সময় বিদ্যুতের ঝুলন্ত তারে জড়িয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ থেকে ৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একটি বিয়ের বরযাত্রী দল কালনি কুশিয়ারা তে নৌকা নিয়ে হাওরের ভেতর দিয়ে যাচ্ছিল। কিছুক্ষন যাওয়ার পর ইলাম নগর এর কাছে অসাবধানতাবশত নৌকার উপরিভাগ ঝুলন্ত বৈদ্যুতিক তারের সাথে স্পর্শ করলে শর্টসার্কিট হয়। এতে নৌকায় থাকা একাধিক বরযাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে,ও নৌকায় লুটিয়ে পড়েন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় আহতদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, হাওরের ভেতর দিয়ে ঝুলন্ত বৈদ্যুতিক তার থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছে। তাঁরা অবিলম্বে এ ঝুঁকিপূর্ণ বিদ্যুৎলাইনগুলো অপসারণ বা নিরাপদে স্থানান্তরের দাবি জানিয়েছেন ও যাঁরা নৌকা যোগে চলাচল করবে তাদের ও সতর্ক থেকে চলাচল করারও আহ্বান জানিয়েছেন।
