সুমন আহমেদ বিজয় | লাখাই থেকে :
হবিগঞ্জ- লাখাই- নাসিরনগর- সরাইল আঞ্চলিক মহা সড়ক(R-২২০) হবিগঞ্জ অংশের সম্প্রসারণ ও পুনঃনির্মাণ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনের মতামত গ্রহণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
১৮ আগস্ট সোমবার বিকালে হবিগঞ্জ এর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রসাশক ড. মোঃ ফরিদুর রহমান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা,সংশ্লিষ্ট বিভাগের স্থানীয় কর্মকর্তা ও হবিগঞ্জ এবং লাখাই উপজেলার স্থানীয় অংশীজন।
হবিগঞ্জ-লাখাই,নাসিরনগর- সরাইল আঞ্চলিক মহাসড়কের হবিগঞ্জ অংশের সম্প্রসারণ ও পুনঃনির্মাণের উপযোগিতা, বিরাট জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, যোগাযোগ এর গুরুত্ব তুলে ধরে আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, এডভোকেট আয়াতুল ইসলাম,৫নং করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল,আব্দুল আওয়াল ভূইয়া,তাজুল ইসলাম মোল্লা তাজ,শাহ আলম গোলাপ, মাহবুব আলম মালু, ইউনাইটেড ফর লাখাই নামে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন এর প্রতিনিধি ও লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, ইউনাইটেড ফর লাখাই এর প্রতিনিধি ও লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ ওয়াহেদ,ইউনাইটেড ফর লাখাই এর প্রতিনিধি ও লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনয়র সহ-সভাপতি মহসিন সাদেক,হবিগঞ্জ বাস,ট্রাক মিনিবাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক সোয়েব চৌধুরী, সহ আরও অনেকে।
মতবিনিময় সভায় অংশীজন বলেন ষাটের দশকে নির্মিত এ সড়কটি আঞ্চলিক মহা সড়কে পুরোপুরি সম্প্রসারণে কাজে বার বার প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তাই এবার সকল প্রতিবন্ধকতা দূরীকরণ করে হবিগঞ্জ- লাখাই বাসীর দীর্ঘদিনের দাবী আঞ্চলিক মহা সড়কের সম্প্রসারণ ও পুনঃনির্মাণের কাজ যথাযথ বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানানো হয়।
তারা আরও বলেন এ সড়কের পাশে রয়েছে প্রসস্থ সরকারি খাল ও সরকারি ভূমি। তাই সড়ক প্রসস্থকরনে ভূমি অধিগ্রহণের তেমন প্রয়োজন পড়বে না এবং সম্প্রসারণ কালে নতুন করে কোন ব্রীজ কালভার্টের প্রয়োজন নেই কারণ এ অংশের প্রায় সকল ব্রীজ কালভার্ট নির্মিত হয়েছে বিগত ২/৪ বছরের সময়কালে।
