ঢাকা

স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী গ্রেফতার

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

সুমন আহমেদ বিজয় | লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের লাখাই থানা পুলিশের অভিযানে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ। 


সূত্রে জানা যায় লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর দিকনির্দেশনায় ৩নং মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের তোফাজ্জুল হোসেনের স্ত্রী সুলতানা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ধমন আইনে শনিবার থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশের এসআই নুরুল ইসলাম মুন্সীর নের্তৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় শনিবার  দিবাগত রাতে গোপন সংবাদের  ভিত্তিতে কালাউক বাজারে অভিযান চালিয়ে মুড়িয়াউক গ্রামের মারাজ মিয়ার ছেলে তোফাজ্জুল হোসেন (৩৬)কে    গ্রেফতার করা হয়। 


লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ বন্দে আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান গ্রেফতারকৃত আসামী কে রবিবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।

Tags: