বিশেষ প্রতিনিধি : সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তর বিভাগীয় কার্যালয় সিলেটের আয়োজনে, শাল্লা উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স লাউঞ্জে "উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা এবং ক্ষুদ্রঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রম সফল বাস্তবায়নে" অংশীজন প্রশিক্ষণ কর্মশালা ২৬ আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সেশন পরিচালনা করেন বিভাগীয় পরিচালক সমাজসেবা কার্যালয় সিলেট- মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-পরিচালক সমাজসেবা কার্যালয় সুনামগঞ্জ জেলা- সুচিত্রা রায়, শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস।
প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন শাল্লা উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী। বক্তারা বক্তবে বলেন সামাজিক উন্নয়ন করতে হবে, অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা রহিয়াছে। ক্যান্সার ও প্যারালাইস্ট, প্রতি রোগীদের পঞ্চশ হাজার করে টাকা প্রদান করে । বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ,ভাতা বিধবা ভাতা সহ অন্যান্য সেবা দিয়ে আসছে।
উক্ত কর্মশালায় এলাকার সুবিধাভোগী ও বিভিন্ন স্থানীয় প্রমূখ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।