জেলা শহর ও উপজেলা শহরে প্রতিনিয়ত হাজার হাজার জনসাধারণ চলাচলের কারণে এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়কে পরিনত হয়েছে। মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া, ধর্মপুর, মুড়িয়াউক ও সাতাউক গ্রামের হাজার হাজার জনসাধারণ এই সড়ক দিয়ে প্রতিনিয়ত জেলা শহর ও উপজেলা শহরে যাতায়াত করে।এই সড়কের বেহাল অবস্থা কারণে প্রতিদিনই ঘটছে কোন না কোন দূর্ঘটনা।
সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে অসুস্থ রোগী ও বৃদ্ধ মানুষ।
কাজী মঈনুল ইসলাম নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ,সাংবাদিক সহ দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট করছেন যেন দ্রুত কালাউক থেকে সাতাউক মোস্তফা আলী সড়কের সংস্কার করার জন্য।
মশাদিয়া ধর্মপুর মুড়িয়াউক ও সাতাউক গ্রামের আমজনতা কালাউক থেকে সাতাউক মোস্তফা আলী সড়ক দ্রুত সংস্কারের দাবী জানান সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট।
