এম. মুজিবুর রহমান | নবীগঞ্জ( হবিগঞ্জ) থেকে :
এই মাদক ব্যাবসায়ীরা এলাকার বিভিন্ন সিএনজি চালক, অটোরিকশা চালক, চানাচুর বিক্রেতা, চায়ের দোকানীদের দিয়ে খুচরা ও পাইকারী মাদক ব্যবসার বিশাল সিন্ডিকেট তৈরী করে আসছিলেন। এতে, এলাকার যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ হয়ে ওঠে। মধ্য বয়সী ও উঠতি বয়সী যুবক ও বিভিন্ন লোকদের দিয়ে নির্বিঘ্নে তারা মাদক সেবনের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে পেশী শক্তি ও ক্ষমতার অপব্যহার করে করে অংকের টাকার বিনিময়ে দল বেধেঁ বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নানান অপকর্ম করে আসছিলেন। এসব অপকর্মের টাকা দিয়ে মাদক ক্রয়- বিক্রয় করে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের কাছে বিক্রয় করে যুব সমাজকে ধংসের দিকে ধাবিত করছেন। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে (বানিয়াচং উপজেলা পরিষদ ৬ বীর আর্মি ক্যাম্প) এর মেজর কাজী ফয়সাল এর নেতৃত্বে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আউশকান্দি ইউনিয়নের চৈতন্য জালালপুর গ্রাম ও আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি গ্রামের ও বর্তমানে ঢাকা- সিলেট মহা সড়কের ভূমিহীন পাড়ায় হাসের ফার্মে অভিযান চালিয়ে কুখ্যাত ২ জন গাঁজা ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দকৃত মালামাল উদ্ধার ৯শ গ্রাম গাঁজা, ১৫টি কলকি ও বিভিন্ন ধরনের ৪টি চাকু। আটককৃত ব্যাক্তিরা নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্য জালালপুর গ্রামের মৃত নুরুল ইসলাম এর পুত্র মোঃ বোরহান উদ্দিন ওরপে শেখ (৭০), ও আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি মহা সড়কের পাশ্বে ভূমিহীন গ্রামের মৃত রফিক উদ্দিনের পুত্র মোশাহিদ উদ্দিন ওরপে মশন (৬৭)।
উক্ত গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মালামাল সহ নবীগঞ্জ থানার ডিউটি আফিসার এ,এস,আই হিল্লোল এর নিকট হস্তান্তর কারা হয়। এদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে৷