শিহাব আল মাহমুদ | বিশেষ প্রতিনিধি :
গত বছরের ৫ আগস্ট বানিয়াচংয়ে গণঅভ্যুত্থান দমাতে বেপরোয়া গুলি চালিয়ে ৯ জন ছাত্র-জনতাকে হত্যা করা হয়। সেই নৃশংস হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী ও তৎকালীন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন অবশেষে ধরা পড়েছে আইনের হাতে।
নাইন মার্ডার মামলার সাবেক তদন্তকারী কর্মকর্তা ও বানিয়াচং থানার সাবেক পরিদর্শক মো. আবু হানিফ বৃহস্পতিবার (১৪ আগস্ট) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (১৩ আগস্ট) রংপুর রেঞ্জ অফিসে পরিদর্শক পদে দায়িত্ব পালনকালে রংপুর জেলা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে সেখান থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়।
জনগণ মনে করছে— রক্তের দায় এড়িয়ে বাঁচা যাবে না। ক্ষমতার ছায়ায় বহুদিন পার পাওয়া এই হত্যাকারী পুলিশ কর্মকর্তা শেষমেশ ধরা পড়লেন। এখন দাবি একটাই— ন্যায়বিচার নিশ্চিত হোক, ৯ শহীদের রক্তের প্রতিদান দেওয়া হোক।