শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :
"অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ আগষ্ট সোমবার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ জুলাই) উদযাপন উপলক্ষে উদ্বোধনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) সন্দীপন মজুমদারের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মুকিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, ইউ আর সি আনোয়ার হোসেন, দৈনিক সিলেটের ডাকের শাল্লা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, দৈনিক বিজয়ের কণ্ঠের শাল্লা প্রতিনিধি নাসির সুলতান, এনসিপি নেতা রাকিবুল হাসান, সেরা মৎস্য খামারী কান্দিগাঁও গ্রামের হাদিছুর রহমান।
বক্তাগণ মৎস্য সম্পদ রক্ষার্থে মৎস্য আইন মেনে চলতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে মৎস্য সংক্রান্ত আলোচনান্তে বিস্তর বক্তব্য রাখেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের পুকুরের ২০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন খামারী সহ স্থানীয় প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।