ঢাকা

আজমিরীগঞ্জ বাজারের প্রধান সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে ক্ষোভ স্থানীয়দের

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares
মোঃ জুবায়ের হোসেন,আজমিরীগঞ্জ প্রতিনিধি : 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় আজমিরীগঞ্জ বাজারের প্রধান সড়কে চলছে রাস্তা নির্মাণকাজ। তবে এ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ঠিকাদাররা নিম্নমানের বালু, রড ও মরা পাথর ব্যবহার করছেন।চিক পাথর ব্যবহার করার নির্দেশনা থাকলেও ব্যবহার হয় নি , ফলে দীর্ঘমেয়াদে এই রাস্তা টেকসই হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজের মান নিশ্চিত করার কথা থাকলেও নিয়ম  অনুযায়ী উপকরণ ব্যবহার করা হচ্ছে না। অনেক ক্ষেত্রে মরা পাথর,  নিম্নমানের রড ও বালু দিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে।
এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ওয়ার্ল্ড ব্যাংক লক্ষ লক্ষ টাকা দিচ্ছে উন্নয়নের জন্য। অথচ এভাবে নিম্নমানের কাজ করলে রাস্তা বছর ঘুরতেই ভেঙে যাবে। আমরা প্রতিদিন এই রাস্তায় চলাচল করি, তাই স্থায়ীভাবে ভালো মানের কাজ চাই।”
এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার কাজ হচ্ছে ঠিকই, কিন্তু মান নেই। মাটি মিশ্রিত বালু, নিম্ন মানের পাথর ওরড ব্যবহার করা হলে উন্নয়ন নয়, অপচয়।”
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “অনেক বছর পর আমাদের বাজারে রাস্তার কাজ হচ্ছে,চিক পাথর শুরুতে ব্যবহার হলেও পড়ে আর ব্যবহার হয় নি ,এতেই সন্দেহ থেকেই যায় , যদি এমন নিম্নমানের কাজ হয়, তাহলে জনগণ বঞ্চিত হবে। সরকারকে বিষয়টি নজরে আনতে হবে।”
উল্লেখ্য, ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় এ প্রকল্পের কাজ শুরু হয়েছে  আজমিরীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। তবে মান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে কাজের গুণগত মান নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে।



এই বিষয়ে জানতে চাইলে আজমিরীগঞ্জ পৌরসভার প্রকৌশলী হাফিজুর রহমান জানান, কাজের সিডিউল এখনো তাঁর হাতে নেই। যদি আপনাদের জানতে হয় তাহলে মুখে বলে দিচ্ছি , যদিও প্রচলিত নিয়ম অনুযায়ী কাজ শুরু করার সময় সিডিউল জনসম্মুখে টানিয়ে দেওয়ার কথা, কিন্তু কাজ শেষ পর্যায়ে চলে আসলেও এখনো তা টানানো হয়নি। কেন সিডিউল প্রকাশ করা হয়নি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কাজ শেষ হওয়ার আগে সিডিউল টানানো হবে।”
Tags: