ঢাকা

আজমিরীগঞ্জে স্কুল কলেজ এর ছাত্র ছাত্রীদের মধ্যে জেলা প্রশাসকের ক্রীড়াসামগ্রী বিতরণ

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

আব্দুল মজিদ | আজমিরীগঞ্জ প্রতিনিধি :

আজমিরীগঞ্জ উপজেলায় স্কুল কলেজ এর ছাত্র ছাত্রীদের মধ্যে ক্রীড়া সামগ্রী  বিতরণ করা হয়।   ১৩ই আগষ্ট  রোজ বুধবার ১২ঘটিকার সময় উপজেলা  হলরুমে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুরু হয়। 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার  নিবিড় রঞ্জন তালুকদার, প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন হবিগঞ্জ  জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ নূরুল ইসলাম,  মাধ্যমিক বিদ্যালয় (মিয়াধন মিয়া ও এবিসি) ও আজমিরীগঞ্জ সরকারি কলেজ   সহ মোট ৬৫ প্রাথমিক বিদ্যালয়, ১১ হাইস্কুল ও মাদ্রাসা ও ২টি কলেজ বিতরণ করা হবে।এবং পর্যায়ক্রমে অন্যদের দেওয়া  হবে। প্রাথমিক বিদ্যালয়ে দেয়া হচ্ছে ৩টি করে ফুটবল (সাইজ ৪) ও ৩টি করে হ্যান্ডবল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৩টি করে ফুটবল (সাইজ ৫) ও ৩টি হ্যান্ডবলের পাশাপাশি চাহিদা ভিত্তিক অন্যান্য সামগ্রী যেমন- ক্রিকেট ব্যাট, বল, গ্লাভস, স্ট্যাম্প, গোলক, দাবার বোর্ড, মেজারমেন্ট ট্যাপ ইত্যাদি। এই অনুষ্ঠান  শেষে  ১ টায় ঘটিকায় জেলাপ্রশাসক  উপজেলার  অফিসার্স ক্লাব উদ্বোধন করেন

Tags: