প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট এক শব্দ শোনা যাওয়ার পরপরই উপকেন্দ্র এলাকা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো স্থাপনায়। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ট্রান্সফর্মারে ত্রুটির কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হলেও তদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। অগ্নিকাণ্ডে গ্রিডের বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এ ঘটনায় হবিগঞ্জ সদরসহ আশপাশের একাধিক উপজেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে হাসপাতালে চিকিৎসাসেবা, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে এর বিরূপ প্রভাব পড়ছে।
উল্লেখ্য, শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রটি হবিগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র হিসেবে বিবেচিত।