ঢাকা

আজমিরীগঞ্জ বদলপুর ইউনিয়নের পাহাড়পুর বাজারের রাস্তা বেহাল দশা।

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

দিলোয়ার হোসেন দিলু, আজমিরীগঞ্জ থেকে : 

আজমিরীগঞ্জ ২ নং বদলপুর ইউনিয়নের পাহাড়পুর বাজারের রাস্তা বেহাল দশায় পরিনত হয়েছে। জানা যায়, আজমিরীগঞ্জ বদলপুর ইউনিয়নের পাহাড়পুর টান বাজারের মূল রাস্তার বেহাল অবস্থায় দূর্ভোগে পড়েছে যাত্রী সহ ব্যবসায়ীরা।পাহাড়পুর টান বাজার  রাস্তায় কিছু জায়গা রাস্তা ঢালাই হয়নি, যার কারনে রাস্তায় কাদা মাটি জমে ভরে আবর্জনা লেগে আছে, এই রাস্তা দূর্ঘটনা ও ঝুঁকি পূর্ণ হয়ে পড়েছে।

পাহাড় পুর টান বাজারের রাস্তার বেহাল দশায় টমটম,অটোরিকশা,ট্রলি সহ মালবাহী গাড়ি চলাচল বন্ধ আছে।ব্যবসায়ীরা বলেন আমাদের কাঁচা মাল সহ,অনান্য দ্রব্য সামগ্রী আনতে হয়, অন্য দিকে ঘুরিয়ে আনতে হয়।একটু বৃষ্টি হলেই পানিতে ভরে যায়।রাস্তায় এই দুর্দশায়, পাহাড়পুর বাজারের সৌন্দর্য নষ্ট হয়ে রয়েছে।

এই বিষয়ে ২নং ইউপি চেয়ারম্যান সুসেঞ্জিত চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে,সংযোগ দেওয়া সম্ভব হয়নি, বিস্তারিত জানা যায়নি।

Tags: