এম. মুজিবুর রহমান, নবীগঞ্জ থেকে :
হবিগঞ্জের নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের হোসেন পুর গ্রামে সরকারী খাস খতিয়ানের ভূমি এক শ্রেণীর প্রভাবশালী ভূমিখেকো চক্র কর্তৃক জবর দখলের গুরুতর অভিযোগ পাওয়া গেছে৷ যে জায়গায় গ্রামবাসী যূগযূগ ধরে গ্রামের কেহ্ মারা গেলে জানাযার নামায পড়তেন এবং গ্রামের শিশু কিশোররা খেলাধুলা করতো সেই জায়গাটি আজ ভুমি খেকোদের পেটে৷ ঘটনাটি ঘটেছে উপজেলার দীঘল বাক ইউনিয়নের হোসেনপুর গ্রামে৷
এঘটনায় সরকারী জায়গা উদ্ধারের জন্য গ্রামবাসীর পক্ষে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বরাবরে ১৬ জুলাই একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ফটিক মিয়া নামের ব্যক্তি৷ অভিযোগে উল্লেখ করা হয় উত্তর হোসেনপুর মৌজাধীন জে,এল,নং -৩৪, আর এস,খতিয়ান -১, দাগনং ৬৯৭, এই দাগে অবস্থিত সরকারী গোপাট রকম লায়েক পতিতটি উত্তর হোসেনপুর গ্রামবাসী ব্যবহার করে আসছিলেন৷ এই জায়গা ছাড়া জানাযার নামায পড়তে ও শিশু কিশোরদের খেলাধুলার কোনো বিকল্প জায়গা গ্রামে নেই৷ ১৬ জুলাই সকাল বেলা ও এর পূর্ব থেকে সম্প্রতি একই গ্রামের ভুমি খেকো লোকজন জবর দখল করে বাঁশের বেড়া দেন, এতে গ্রামজুড়ে নানা ধরনের উত্তেজনা বিরাজ করছে৷ গ্রামের বিশিষ্ট মুরব্বি সচেতন নাগরিক ফটিক মিয়া, গয়াছ মিয়া, লেছু মিয়া,লুছন মিয়া, আব্দুল্লা মিয়া সহ আরো অনেকেই বলেন, জায়গা জবর দখলকারী একই গ্রামের ছিদ্দেক আলী,তাহিদ আলী, মামুন মিয়া, লাক উদ্দিন, আব্দুল করিম, আনকার মিয়া,আনফর মিয়া, গং লোকজন তারা আইন কানুনের তোয়াক্কা না করেই এই সরকারী জায়গাটি জবরদখল করে রেখেছেন৷ এনিয়ে দখলবাজ ব্যক্তি আনফর মিয়া সরকারী জায়গা জবরদখলের বিষটি স্বীকার করেন এবং আরো বলেন,তিনি ছাড়াও আরো অনেক পরিবার এভাবে দখল করে ভোগ দখল করছেন৷ এ বিষয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন গ্রামবাসী৷যে বা যাহারা জোরপূর্বক গায়ের জোরে কিছু প্রভাবশালী লোকের আশ্রয় প্রশ্রয়ে সরকাররি খাস ভূমিগুলো দখল করে নিজেদের আয়ত্তে নিয়েছেন তাদেরকে অতি শীগ্রই গ্রেফতার পূর্বক সরকারি খাস জমি দখলমুক্ত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন নাগরিক সমাজের পক্ষে প্রবাসী ব্যক্তি বদরুল ইসলাম সহ এলাকার আরো অনেকেই৷
