কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়া উপজেলার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী নাফিসা আনজুম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারী ঘাতক জুনেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় কুলাউড়া ডাকবাংলো প্রাঙ্গণ থেকে শুরু হয় মশাল মিছিলটি। শহরের দক্ষিণবাজার ও স্টেশন চৌমুহনী এলাকা পদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় ডাকবাংলোতে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, “এই বর্বরোচিত হত্যাকাণ্ড গোটা সমাজকে হতবাক করেছে। ঘাতক জুনেলের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।”
মিছিলে অংশ নেন কুলাউড়ার সর্বস্তরের শিক্ষার্থী, সাধারণ জনতা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং আনজুমের পরিবারের সদস্যরা। তারা সবাই এক কণ্ঠে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি কুলাউড়ার শ্রীপুর এলাকায় মেধাবী ছাত্রী নাফিসা আনজুম নির্মমভাবে খুন হন। এই ঘটনায় জেলাজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। আনজুম হত্যার বিচার ও ঘাতকের ফাঁসির দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থী ও এলাকাবাসী।