সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের মোজাম্মেল (৩৭) এর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে মাওয়া কোস্ট গার্ড কতৃপক্ষ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে বলে পারিবারিক ও তার বন্ধুদের কাছ থেকে জানা যায়।
মরদেহের সাথে থাকা মোটরসাইকেলের চাবির রিং ও একটি পরিচয় পত্রের কার্ড দেখে মরদেহটি মোজাম্মেলের বলে নিশ্চিত হন উদ্ধারকারীরা।
পরে তা তার পরিবার কে জানানো হয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন মওয়া উদ্দেশ্যে রওয়ানা হযেছে বলেও জানা গেছে।
মোজাম্মেল লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের মোঃ বিলাল মিয়ার পুত্র।
এদিকে মোজাম্মেল এর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য যে গত শুক্রবার বন্ধু দের সঙ্গে পদ্মার মাওয়ায় ঘুরতে গিয়ে ট্রলার ও স্পীড বোটের সংঘর্ষে নিখোঁজ হয় মোজাম্মেল।
